Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মিঠাপুকুর

 

মিঠাপুকুর উপজেলা পরিচিতি

 

১। উপজেলার নামঃ মিঠাপুকুর।

 

২। মিঠাপুকুর উপজেলার নামকরণঃ   

(ক) প্রশাসনিক  পুর্নবিন্যাসের    গত  ১৫/০৪/১৯৮৩ ইং তারিখ  মেজর  জেনারেল  আবুল  ছালাম পি,এস,সি আঞ্চলিক সামিরক আইন প্রশাসক, ‘‘খ’’ অঞ্চল, রংপুর মান উন্নীত মিঠাপুকুর থানার শুভ উদ্ভোধন করেন।

 

(খ) সম্রাট  আওরঙ্গজেবের  আদেশে  মীর জুমেলা  কোচ বিহার ও  আসাম  অভিযান  কালে মিঠাপুকুর  অঞ্চলে এসে পৌছলে বিশাল  বাহিনীর  সুপেয়  পানির  চাহিদা  পূরণে  তিনি  একটি  পুকুর  খননের  আদেশ  দেন।  মীর জুমেলার  আদেশে  খননকৃত  পুকুরের  নামানুসারে  এলাকাটি মিঠাপুকুর  নামে  পরিচিত হয়।  মতামত্মরে  শাহ্ ইসমাইল গাজীর আদেশে পুকুরটি খনন করা হয়েছিল।   

 

৩। অবস্থান ও সীমানা পরিচিতি ঃ ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মিঠাপুকুর বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে অবস্থিত মৌজা- কাশীপুর -২৫৩,  কৃষ্ণপুর -১২২, খঃনং-৭,৮,১২,১৬,  দাগ নং-১২৭,১২৮/১২৬=১৩.৯৪ একর এবং ২৩৩,১৫৪=০.৭২ মোট জমি ১৪৬৬একর।                          

 

(ক) জেলা সদর হতে উপজেলা সদরের দূরত্ব  ঃ     ২৪ কিঃমিঃ, বাস ও রিক্সা (সড়ক পথে)। 

(খ) ইউনিয়নের নাম, উপজেলা হতে দূরত্বঃ                        ০১। খোড়াগাছ, ২৫কিঃমিঃ   রিক্সা, ভ্যান, মটর সাইেকল ও বাই সাইকেল    যোগে । (পাকা রাস্তা)                                        

                                                                ০২। রাণীপুকুর, ২০কিঃমিঃ               ঐ

                                                                 ০৩। পায়রাবন্দ, ১২কিঃমিঃ    বাস, ট্রাক, মটর সাইকেল, বিক্সা, ভান, ও  বাই সাইকেল ইত্যাদি (সম্পূর্ণ পাকা রাস্তা)।

                                                                 ০৪। ভাংনী, ২৫কিঃমিঃ                   ঐ

                                                                 ০৫। বালারহাট, ২০কিঃমিঃ    রিক্সা,  ভান,  মটর  সাইকেল  ও  বাই  সাইকেল  যোগে।

                  ০৬। কাফ্রিখাল, ১৫কিঃমিঃ              ঐ

                                                                  ০৭। লতিবপুর, ০৭কিঃমিঃ               ঐ

                  ০৮। চেংমারী, ০৯কিঃমিঃ                ঐ

       ০৯। ময়েনপুর, ১৩কিঃমিঃ               ঐ

       ১০। বালুয়ামাসিমপুর, ১৯কিঃমিঃ         ঐ   এবং বাস যোগে

       ১১। বড়বালা, ২২কিঃমিঃ                ঐ

       ১২। মিলনপুর, ২৬কিঃমিঃ                 

       ১৩। গোপালপুর, ০৯কিঃমিঃ               ঐ

                                           ১৪। দূর্গাপুর, ০৪কিঃমিঃ                   ঐ

       ১৫। বড় হযরতপুর, ০৮কিঃমিঃ           ঐ

       ১৬। মির্জাপুর, ১২কিঃমিঃ                 ঐ

                    ১৭। ইমাদপুর, ১৮কিঃমিঃ                 ঐ

৪। মিঠাপুকুর উপজেলার আয়তনঃ  

আয়তন ৫১৫.৬২ বর্গ কিলোমিটার। 

আবাদী ভূমির পরিমাণ ৩৬৭০০ হেক্টর,

বনভূমির আয়তন- ৬৭৫ হেক্টর।  

৫। লোক সংখা  ঃ  মোট জনসংখ্যা- ৫,২৭,৪৫৭ জন।  পুরম্নষ-৫১%, মহিলা ৪৯%। ইসলাম- ৮০%,হিন্দু-১৪%, বৌদ্ধ ৩%

     (উপজাতী),খ্রীষ্টান ও অন্যান্য-৩% মোট ১০০%    

 

৬। পেশা অনুযায়ী জনসংখ্যা বন্টনঃ

 কৃষিজীবি

কৃষি শ্রমিক

অকৃষিজীবি

চাকুরী জীবি

ব্যবসায়ী

অন্যান্য

মোট

২,৪৮,৬২২ জন

১,২৪,১৪৭ জন

৪৮,৯০৩ জন

৩৯,৭০৯ জন

৬২,৪০১ জন

৫,৬৭৫ জন

৫,২৭,৪৫৭ জন

 

৭। ভোটার সংখ্যাঃ ৩,৫০,৮২৬ জন

             

৮। নদ-নদীযোগে ঃ                      

নদীর নাম

নেটওয়ার্ক

পরিবহন ও যোগাযোগ

ঘাঘট

পায়রাবন্দ, ভাংনী, বালারহাট, মির্জাপুর ও ইমাদপুর, ইউনিয়নের মধ্য দিয়ে বহমান

নদীপথ পরিবহন ও  যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। কারণ শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি থাকে না।

আখিরা

খোড়াগাছ, চেংমারী, ও দূর্গাপুর ইউনিয়নের মধ্য দিয়ে বহমান।

যমুনেশ্বরী

বালুয়া মাসিমপুর, বড়বালা ও মিলনপুর ইউনিয়নের মধ্য দিয়ে বহমান।

 

৯। দর্শনীয় স্থান/স্থাপনাঃ 

পায়রাবন্দ  জমিদার বাড়ী ঃ  মহিয়সী  নারী  বেগম  রোকেয়ার  জন্মভূমি  পায়রাবন্দ  ঐতিহাসিক  স্থান হিসাবে  গণ্য। জমিদার বংশের ইতিহাস পায়রাবন্দ একটি অনন্য নাম। জমিদার বংশ হিসেবে পায়রাবন্দ যত না বেশি পরিচিতি পেয়েছে; তার চেয়ে বেশি পরিচিত হয়েছে বেগম রোকেয়া উক্ত বংশের সমত্মান হওয়ার  কারণে। উনবিংশ শতাব্দীর শেষ দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত হিসাবে পায়রাবন্দ জমিদার পরিবারে বেগম রোকেয়ার জন্ম একটি যুগামত্মরকারী ঘটনা। রংপুর শহর থেকে আট মাইল দক্ষিনে ঘাঘট নদীর পাড়ে কিংবদমত্মী অনুযায়ী রংপুর কামরম্নপ রাজ্যের শাসনাধীন থাকাকালীন সময়ে কামরম্নপ অধিপতি রাজা ভগ দত্তের কন্যা পায়রাবতীর নামানুসারে এ জনপদের নামকরণ হয় ‘‘পায়রাবন্দ’’। এর পরগনার শেষ জমিদার জহির উদ্দিন মুহম্মদ আবু আলী হায়দার সাহেবের অন্যতমা কন্যা বেগম রোকেয়া ১৮৮০ খ্রিঃ জন্মগ্রহন করেন।

  

তনকা প্রাচীন মসজিদঃ  মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ও শুকুরেরহাট  এলাকার  মাঝামাঝি স্থানে পাকা সড়কের পূর্ব পার্শ্বে  (১কিঃমিঃ) লতিবপুর ইউনিয়নের তিনতলা হাটে মসজিদটি অবস্থিত। এ মসজিদটি ও মুঘল স্থাপত্য কৌশল অবলম্বনে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল বলে জানা যায়।

 

ফুলচৌকি  মসজিদঃ  মসজিদটি বর্তমান মিঠাপুকুর  উপজেলা  হতে  শুকুরের হাটের  প্রায়  ২  মাইল  পশ্চিম দিকে ফুলচৌকি  নামক  স্থানে অবস্থিত।  সম্ভবতঃ  এই  গ্রামকে কেন্দ্র করে  মসজিদটির  নামকরণ  করা  হয়েছে।  মসজিদটি আয়তাকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলাযুক্ত  সত্মম্ভ রয়েছে। যার নিচের অংশ কলসাক…ৃত। পরিমাপ ৪৮¢-০,২১¢-০²   এবং উচ্চতা প্রায় ৩০¢-০²।  মসজিদের সামনে খোলা অঙ্গন(সাহান) অনুচ্চ  প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবৃত। যার  পরিমান আনুমানিক ৪৮¢-০,২৮¢-০²।  মসজিদের প্রবেশ দ্বার পূর্বপাশ ঘেষে একটি পরিকল্পিত এলাকা  এখন কবর স্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যদিও সেখানে একসময় শোভা পেত স্থাপত্য সৌকর্য মন্ডিত শোভিত ও সৌরভ মুখরিত ‘‘ফুল বাগান’’ যা ফুলচৌকি গ্রামরেই অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। 

 

মিঠাপুকুর  মসজিদ ঃ  প্রাচীন  মসজিদটি মিঠাপুকুর উপজেলা  সদর  থেকে  আধা  মাইল  উত্তর  পশ্চিমে  অবস্থিত। মসজিদটির আয়তাকার পরিমাপ আনুমানিক ৩৫¢-০²,১০¢-০²   এবং তিনটি গোলাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত। উৎকীর্ণ  লিপি পাঠাদ্ধার জানা যায় যে, হিজরী ১২২৬ মোতাবেক বঙ্গাব্দ ১২১৭ শুক্রবার এবং খ্রিঃ ১৮১১ সাল জনৈক শেখ মোয়াজ্জম এর প্র-পুত্র শেখ মুহাম্মদ আসিন পিতা শেখ সাবির কর্তৃক এ মসজিদটি  নির্মিত হয়।  

[

১০।  উপজাতীর নাম (উপজেলার লোক সংখ্যার কত ভাগ):

            (ক) সাঁওতাল (মুরমু, মারডী,কিস্কু, সরেন, হেমরন, চোর, বাস্ক, হাসদা, টুডু)    ঃ    ৩২৫১ জন।

            (খ) উড়াও (খালকো, টপ্য, মিনজি,তিগ্যা, লাকড়া, মাহালী, কুজুর, ধানায়ার বাকলা,তির্কী,এককা, কেরকাটা, বেক,কিসপট্রা,

 খেশ,গিধী, খাঁ, খা, বাড়া,লিডুয়ার   ঃ    ১২,২৬৫ জন               

           (গ) মুন্ডা                            ঃ    ১৫০২ জন।

            মোট : ১৭,০১৮ জন। উপজেলার মোট লোক সংখ্যার ৩%

 ১১। বিখ্যাত ব্যক্তিবর্গ :

 নারী জাগরনের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রফেসর নুরম্নল ইসলাম (মৃত), বিশিষ্ট লেখক ও গবেষক, প্রফেসর ডাঃ মতলুবুর রহমান,বিশিষ্ট কৃষিবিদ , প্রফেসর ডাঃমমতাজ হোসেন ,বিশিষ্ট চিকিৎসক জনাব মোঃআকতার উল আলম , সাংবাদিক , ডাঃ মজিবুর রহমান ,প্রাক্তন পরিচালক , কলেরা হাসপাতাল , ঢাকা, মিঠাপুকুর উপজেলার কবি জামাল উদ্দিন প্রেমরত্ন ১২৬০ বঙ্গাব্দ রচিত হয়েছিল। ডাঃ হামিদুজ্জামান সরকার ও  জনাব এইচ এন আশিকুর রহমান এমপি, রাজনীতিবিদ,প্রাক্তন মন্ত্রী।

 

১২।  থানার সংখ্যা               :  ১ টি, মিঠাপুকুর থানা।

১৩।  পুলিশ ফাঁড়ির সংখ্যা        :   ১টি, বৈরাতীহাট পুলিশ অভিযোগ তদমত্ম কেন্দ্র।

১৪।  ইউনিয়নের সংখ্যা          :   ১৭টি।

১৫।  মৌজার সংখ্যা              :   ৩১০টি।

১৬।  ফায়ার স্টেশনের সংখ্যা     :  ১ টি।

১৭।  মসজিদ-মন্দিরের সংখ্যা    :  মসজিদ  : ৮৬০টি,  মন্দিরের: ১৪০টি।                                         

১৮।  ডাকবাংলা                :  ২টি,মিঠাপুকুর উপজেলা সদরে একটি, অপরটি পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে অবস্থিত।

১৯। খাদ্য ও গুদামের সংখ্যা     : ৩টি, ধারন ক্ষমতা-সাধারন ঃ ১৫০০ মেঃটন, সর্বোচ্চ-১৯৫০মেঃটন। 

২০। বিদ্যুৎ সংক্রামত্ম           :      বিদ্যুতের চাহিদার পরিমান : ১৩মেঃওয়াট, সরবরাহ পাওয়া যাচ্ছে ঃ ৫/৬  মেঃওয়াট, মোট গ্রামের সংখ্যাঃ  

       ২৯৯টি, বিদ্যুতায়িত গ্রামের সংখ্যাঃ ২১৫টি, প্রক্রিয়াধীন ঃ  ৮৪টি।

 

২১। কৃষি সংক্রামত্ম         :  প্রধান প্রধান ফসল : ধান, পাট, ভহট্টা, আখ, আলু, বিভিন্ন প্রকার সবজি

 

২২। শিক্ষা সংক্রামত্মঃ

শিক্ষা  প্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয়

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়

মাদ্রাসা

কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়

কিন্ডার গার্ডেন

ইবতেদায়ী মাদ্রাসা

ব্রাক প্রাথমিক বিদ্যালয়

কলেজ

সংখ্যা

২৬৮

২০

৮৫

৫২

০৫

৩৫

৫০

৩৯

১৬

 

উপজেলার বিভিন্ন কার্যালয়ের সংক্ষিপ্ত কার্যক্রম

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়

·         উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করা।

·         উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করা।

·         বিভিন্ন মন্ত্রনালয়/বিভাগ/দপ্তরের কাজের সমন্বয় সাধন করা।

·         উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা।

 

সহকারী কমিশনার(ভূমি)এর কার্যালয়

·         নামজারী

·         জমি-খারিজ

·         কৃষি খাস জমি বন্দোবস্ত 

·         জলমহাল ব্যাবস্থাপনা

·         অকৃষি খাস জমি ব্যবস্থাপনা

 

মিঠাপুকুর থানা

·         সেবা গ্রহিতা লিখিত ভাবে আবেদন করলে আইনওবিধিসম্মত সকলসেবা  থানা কর্তৃক প্রদানকরাহয়।

·         আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকানা কর্মকর্তার কার্যালয়

·         হাসপাতালেবহি:বিভাগে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

·         জরুরী বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা।

·         ল্যাবরেটরীতে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয়।

·         এক্স-রে করা হয়।

·         ভর্তিরোগীদের ২৪ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হয়।

·         বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়                   

·         কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠান।

·         আধুনিকওলাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশের কৃষি উন্নয়ন কর্মকান্ডে জড়িত বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের সাথে যোগ সূত্র রচনা করে কৃষি উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করা।

·         প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কৃষি পরিবেশওকৃষকের আর্থ-সামাজিক অবস্থা, বাজার চাহিদা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে  কৃষিও কৃষকের সেবাপ্রদানকরা।

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়

  • গবাদি প্রাণী ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা ও কার্যক্র পরিচালনা করা।
  • কৃত্তিম প্রজনন কার্যক্রম পরিচালনা করা।
  • ঘাষ চাষ ও উন্নত জাতের গাভী ও হাঁস-মরগী পালনে জনগনকে উদ্বদ্ধ করণ ও অন্যান্য সেবা কার্যক্রম পরিচালনা করা।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়

·         মৎস্য ও চিংড়ি চাষী  এবং উদ্যেক্তাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়িচাষের পরামর্শ ও প্রশিক্ষন প্রদান।

·         মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষন আইন বাসত্মবায়ন করা।

 

উপজেলা প্রকৌশলীর কার্যালয়

·         স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে কারিগরী সহায়তা প্রদান, পল্লী ও শহরাঞ্চলে অবকাঠামো উন্নয়নওরক্ষনাবেক্ষন সহ ক্ষুদ্রকার পানিসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজি কউন্নয়নেওকর্মস্থানের সুযোগ সৃষ্টি করা।

 

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়

·        জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান ও কার্যক্রম বাসত্মবায়ন করা।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়

·        মাধ্যমিক সত্মরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটরিং করা।

·        উপবৃত্তি কার্যক্রম তদারকি করা।

 

 

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়

·         উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের পরিকল্পনা সমূহ বাসত্মবায়ন করা।

·         প্রাথমিক সমপনি ও ইবতেদায়ী পরীক্ষা পরিচালনা করা।

·         প্রাথমিক বিদ্যালয় সমূহ মনিটরিং করা ও প্রাথমিক সত্মরের উপবৃত্তি কার্যক্রম তদারকি করা এবং বছরের শুরম্নতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুসত্মক বিতরণ করা।

 

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

·         বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মিঠাপুকুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতায় কৃষক সমবায় সমিতি গঠন করে কৃষকদের সংগঠিত করা।

·         কৃষক সমবায় সমিতির কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

·         কৃষক সমবায় সমিতির সদস্যদেরকে ঋণপ্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

·         কৃষকদের কৃষক সমবায় সমিতির মাধ্যমে সঞ্চয় জমার বিষয়ে উর্দ্ধুদ্ধ করে মূলধন গঠনে ভূমিকা পালন করা।

·         কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতএর ব্যবস্থা গ্রহণকরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়

·         কৃষকের চাষাবাদ কৃত খাদ্য শষ্যের মূল্য নিশ্চিত করণ।

·         আপদকালীন খাদ্যমজুদ সৃষ্টির লক্ষ্যে অভ্যন্তরিন ধান,চালওগম সংগ্রহ কাযার্ক্রম পরিচালনা করা।

·         খাদ্য-শষ্যের উর্দ্ধমূখী বাজার-দরনিয়ন্ত্রণেও এমএস কাযর্ক্রম পরিচালনা করা।

·         হত দরিদ্র জনগোষ্ঠিওচতুর্থশ্রেণী সরকারী কর্মচারীগণের নিকট স্বল্পমূল্যে খাদ্যশষ্ যবিতরণ ও ত্রাণখাতে খাদ্য শষ্যবিতরণে ডিও প্রদানসহ প্রভৃতি কাযর্ক্রম পরিচালনা করা।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়

·         মুক্তিযোদ্ধা সম্মানীভাতা, বয়স্কভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা     ভাতা  প্রদান।

·         পল্লী সমাজ সেবা কর্মসূচি(আরএসএসওআরএমসি) এর আওতায়ক্ ষুদ্র ঋণ প্রদান।

·         দরিদ্র প্রতিবন্ধীওএসিড দগ্ধব্যক্তিদের সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান।

·         এতিম ও দুস্থ শিশুদের প্রতিপালন, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান।

·         প্রতিবন্ধীশিক্ষার্থীদেরশিক্ষাউপ-বৃত্তিপ্রদান।

·         হাসপাতালে অবস্থানরত দুস্থরোগীদের সহায়তা প্রদান।

·         আইনের সংস্পর্শে আসা কিশোর-কিশোরীও ব্যক্তির উন্নয়নএবং পুনর্বাসন করা।

·         স্বেচ্ছা সেবী সমাজ কল্যাণ মূলক সংস্থাও প্রতিষ্ঠানে রনি বন্ধনও সহায়তা প্রদান।

 

উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তার কার্যালয়

·         সরকারী আয়-ব্যয়েরহিসাবসংরক্ষণকরা।

·         সরকারীকর্মকর্তা/কর্মচারীদেরসকলপ্রকারদাবীনিরীক্ষাপূর্বকপাশকরা।

·         পেনশনওগ্রাচুইটপ্রদানকরা।

·         সরকারীকর্মকর্তা/কর্মচারীদেরবেতননির্ধারণীযাচাইকরা।

·         সাধারণভবিষ্যততহবিলেরহিসাবসংরক্ষণওহিসাবপত্রইস্যুকরণ।

 

উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস

·         স্থাবর অস্থাবর সম্পত্তির সম্পত্তি হস্তান্তর দলিল রেজিস্ট্রী করা হয় ।

·         দলিল রেজিস্ট্রীর জন্য গ্রহণের পর বালামে নকল পূবর্ক তাহা স্থায়ী ভাবে সংরক্ষণ করা হয় ।

·         কোন দলিল হারাইয়া/ধ্বংস হলে অথবা দলিলের লেখা অস্পষ্ট হয়ে গেলে সং শ্লি ষ্ট ব্যক্তি/অন্য যে কোন ব্যক্তি তা প্রয়োজনে এখান হতে দলিলের নকল পেতে পারে ।

·         প্রত্যাশি ব্যক্তি বা সংস্থা তল্লাশীর মাধ্যমে হস্তান্তরিত দলিল সংক্রান্ত সকল তথ্য পেতে পারে ।

·         প্রত্যাশি ব্যক্তি বা সংস্থা তল্লাশী করে এখান হতে দলিল লিখক/তল্লাশীকারীর মাধ্যমে এন.ই.সি. পেতে পারে ।

 

 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়

·         ছবি সহ ভোটার তালিকা প্রণয়নও হালনাগাদ করণ

·         নতুন ভোটার অন্তর্ভূক্তি

·         জাতীয় পরিচয় পত্র বিতরণ

·         হারানো জাতীয় পরিচয়পত্রের ডুপ্লিকেট প্রদান

·         জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন

·         সকল স্তরের নির্বাচনী কার্যক্রম বাস্তবায়ন করা।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়

·         জরম্নরীদূর্যোগ মোকাবেলায়  নিম্নরুপ ও ত্রাণ কার্যক্রম সম্পূর্ণ করা। 

·         গ্রামীণ  অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচী বাস্তবায়ন করা।

·         গ্রামীণ  অবকাঠামো রক্ষনাবেক্ষন(টি,আর) কর্মসূচী বাস্তবায়ন করা।

·         ভি.জি.এফকর্মসূচী বাস্তবায়ন করা।

·         অতিদরিদ্রদের জন্যকর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়ন করা।

·         গ্রামীন রাস্তায় ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মান করা।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

·         প্রশিক্ষন সংক্রান্ত সেবা

·         ঋণ সংক্রান্ত সেবা

·         সংগঠন তালিকা ভুক্তিকরন সংক্রান্ত সেবা

·         যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্ত সেবা

·         জাতীয় যুব পুরস্কার সংক্রান্ত সেবা

 

উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়

·         সমবায় সমিতি আইন, ২০০১(সংশোধিত২০০২) ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪মোতাবেক আইনগত সেবাসমূহ:

·         নিবন্ধন ও উপ-আইন সংশোধন:

·         উপ-আইন নিবন্ধনের মাধ্যমে  ১টিসমবায় সমিতি আইনগত ভিত্তিলাভ করে।সমিতির সাধারন সদস্যদের সিদ্ধান্তের আলোকে পরিবর্তন করা যায়।

·         উপজেলা সমবায় অফিসার কর্তৃক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমর্থন পুষ্ট প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন করা হয়।

 

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়

·          দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ওবর্ষ গ্রন্থ প্রকাশ;

·          প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারিপরিচালনও প্রতিবেদনপ্ রকাশ;

·          মোট দেশজ উৎপাদন(GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক(Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছুআয় ইত্যাদি নিরুপন ও প্রকাশ; 

·         ভোক্তার দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহৃত খাদ্যও খাদ্য বহির্ভূত গণ্য  অন্তর্ভূক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসূচক(CPI)

·         নিরূপনওপ্রকাশ 

·         বৈদেশিক বাণিজ্যরি সংখ্যার প্রস্ত্তত ওপ্রকাশ; 

·         বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী হার ওমজুরী সূচকপ্রস্ত্ততওপ্রকাশ

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

·         আর্থ-সামাজিকউন্নয়নওসামাজিকসুরক্ষাকর্মসূচী

·         নারীও শিশু নির্যাতন প্রতিরোধ

·         স্বেচ্ছাসেবী মহিলা  সংগঠন নিবন্ধন

·         বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ(বামকপ)

·         সচেতনতা বৃদ্ধিএবং জেন্ডার সমতামূলক কার্যক্রম

উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়

·         ভূমি রেকর্ড ওজরিপ বিষয়ে সকল প্রকার রেকর্ড ওম্যাপ প্রস্ত্তত করন এবং সরবরাহ করনএবং জনসাধারনের প্রযোজ অনুযায়ী উক্ত তথ্য সরবরাহ করন 

·         মাঠরেকর্ডঃমাঠপর্যায় নকসা ও রেকর্ড রস্ততহ ওয়ার পর প্রত্যেক

·         ভূমিমালিককে নিজ নিজ ভূমির পর্চা বিনামূল্যে মাঠ পর্যায়ে বিতরন করা হয়।               

·         তসদিকঃসাধারনতঃএকজনকানুনগো/উপ-সহকারীসেটেলমেন্টঅফিসার, তসদিক(এটেষ্টেশন) অফিসার হিসাবে জমির প্রাথমিক তৈরীকৃত রেকর্ডকে দলিল পত্রাদি দেখে তসদিক ক্যাম্পে বিনামূল্যে   সত্যায়িত(তসদিক) করে দিবেন। 

·         খসড়াপ্রাশনাঃ তসদিক শেষে ৩০কর্মদিবস জনগণের পরীক্ষার নিমিত্তত সদিক কৃত রেকর্ড জনসমুক্ষে উপজেলা সেটেলমেন্ট অপিসে খোলা রাখা হয়।এই রেকর্ডে কোন আপত্তি থাকলে উক্ত ৩০ কার্যদিবসের মধ্যে১০টাকার কোর্ট ফি দিয়ে আপত্তি দাখিল করতে পাবেন।

·         আপত্তিকেসনিস্পত্তিঃ৩০বিধি অনুযায়ী দাখিলকৃত আপত্তিকে সসমুহ আপত্তি অফিসার বাদী বিবাদীকে নোটিশ মারফত উপজেলা সেটেলমেন্ট অফিসে তলব করে শুনানী নিয়ে আপত্তি নিষ্পত্তি পূর্ বক তসদিক রেকর্ডপ্ রয়োজনে সংশোধন করেন।

 

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

·         বিনামুল্যেনির্বাচিতপাটউৎপাদনকারীচাষীদেরউন্নতজাতেরপ্রত্যায়িতপাটবীজপ্র্রদানকরাহয়।

·         বিনামুল্যেনির্বাচিতপাটউৎপাদনকারীচাষীদেররাসায়নিকসারওপ্রয়োজনীয়কীটনাশকপ্র্রদানকরাহয়।

·         বিনামুল্যেপাটউৎপাদনকারীচাষীদেরপাটপচঁনেরজন্যরিবনরেটিংমেশিনব্যবহারেরনিমিত্তেসরবরাহকরাহয়।

 

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়

·         উপজেলা পর্যায়ে শিশুদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা।

[

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়

·         আনসার  ভিডিপি সদস্য ও সদস্যা দের প্লাটুন গঠন ও সংগঠন সম্পর্কে জ্ঞাত করন।

·         সদস্যওসদস্যা দের প্রশিক্ষণ ও সমাবেশর মাধ্যমে দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করন।

·         প্রশিক্ষনের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধিকরন।

·         বেকারত্বনিরশনের জন্য কর্মের সন্ধান সম্পর্কে অবহিত করন।যেমন: অঙ্গীভূতকরন।

·         আর্থসামাজিক উন্নয়নের জন্য ক্লাব সমিতির মাধ্যমে পুজি র্কস চ্ছলতা ম্পর্কে অবহিত রন।

 

 

উপজেলা সহকারী প্রকৌশলীর (জনস্বাস্থ্য) কার্যালয়

·         সরকারওউপজেলাপরিষদেরচাহিদাঅনুযায়ীউপজেলাসহকারীপ্রকৌশলীরতত্ত্বাবধানেজনস্বাস্থ্যপ্রকৌশলঅধিদপ্তরএরউপজেলাওইউনিয়নপর্যায়েরসকলকর্মকাণ্ডবাস্তবায়নেসার্বিকসহযোগিতাপ্রদানকরবেন।

 

উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলীর (বিএডিসি সেচ) কার্যালয়

·         গভীরনলকূপস্থাপনওপূর্ণবাসন

·         ভূগর্ভস্থসেচনালানির্মাণ

·         পুকুরপূণঃখনন।

·         খালপূণ: খনন।

·         স্লুইচগেট/বক্সকালভার্টনির্মাণ। 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

·         অগ্নি- দুর্ঘটনা, উদ্ধার  ও  আহতদের  সেবা প্রদান  করা।

·         অগ্নি- দুর্ঘটনাপ্রতিরোধমুলকপরামর্শ ওপ্রশিক্ষন প্রদান  করা।