Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রের তালিকা

মিঠাপুকুর উপজেলায় ৫০শয্যাবিশিষ্ট ০১টি স্বাস্থ্য কমপ্লেক্স ও ইহার অধীনে ১৭টি ইউনিয়নে ১৭টি উপস্বাস্থ্য কেন্দ্র চালুর সরকারী অনুমোদন রয়েছে । কিন্তু সবগুলোর অবকাঠামো তৈরী না হওয়ায় বর্তর্মানে ১১টি উপস্বাস্থ্য কেন্দ্র সর্ম্পুন চালু অবস্থায় পদায়ন থাকা সাপেক্ষে মেডিকেল অফিসারউপ-সহকারী মেডিকেল অফিসার ও ফার্মাশিষ্ট এর সমন্বয়ে গ্রামিন জনগোষ্ঠীর মাঝে  বিনামুল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা,ওৗষধ-পত্র ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নের ওয়াড পযায়ে প্রতি-৬০০০জন জনগোষ্ঠীর জন্য ০১টি করে কমউনিটি ক্লিনিক চালু রয়েছে যেখানে ০১জন হেলথ কেয়ার প্রোভাইডার, ০১জন স্বাস্থ্য সহকারী ও ০১জন পরিবার কল্যান সহকারী দ্বারা প্রান্তিক পযায়ে স্বাস্থ্য সেবা ও ঔষধ-পত্র প্রদান করা হয়।