মিঠাপুকুর উপজেলায় ১৭ টি ইউনিয়ন এ ৬৯৫ টি মসজিদ রয়েছে।তারমধ্যে লতিফপুর ইউনিয়ন পরিষদে তনকা মসজিদ মোঘল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।
মসজিদে তিনটি ডোমস এবং এক একটি আয়তাকার ১০.৬৬*৪.১১ মিটার. মসজিদের একটি প্রবেশদ্বার দরজা যা বাংলাদেশী স্থানীয় সংস্কৃতি দ্বারা তৈরি করা হয় সেখানে। এছাড়া ৪ কোণের উঁচু ছাদ । এখানে তিনটি অংশে মসজিদ ভাগ করে ৩ সেমি বৃত্তাকার গম্বুজ তৈরি করা হয় এবং প্যারা-পুলি দেওয়াল নির্মাণ করেছিলেন এবং গম্বুজ সব সুন্দর প্যানেল, লতাপাতা, ফুল, জ্যামিতিক আকারের সঙ্গে পরিকল্পিত। ড্রামস এবং দেয়ালের সাপের শিলালিপির মত ।মসজিদে তৈরি করা হয়েছিল ১২২৬ হিজরী (1801) শেখ মোহাম্মদ সাবেরের পুত্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস