প্রশাসনিক পুর্নবিন্যাসের লক্ষ্যে গত ১৫/০৪/১৯৮৩তারিখ মেজর জেনারেল আব্দুল ছালাম পি,এস,সি আঞ্চলিক সামরিক আইন প্রশাসন, “খ” অঞ্চল, রংপুর মান উন্নতী মিঠাপুকুর থানার শুভ উদ্ভোধন করেন।
সম্রাট আওরঙ্গজেবের আদেশে মীরজুমেলা কুজবিহার ও আসাম অভিযান কালে মিঠাপুকুর অঞ্চলে পৌচ্ছালে বিশাল বাহিনীর সুপেয় পানির চাহিদা পূরনে তিনি একটি পুকুর খননের আদেশ দেন। মীর জুমেলার আদেশে খননকৃত পুকুরের নামানুসারে এলাকাটি মিঠাপুকুর নামে পরিচিত হয়। মতান্তরে শাহ্ ইসমাইল গাজীর আদেশে পুকুরটি খনন করা হয়েছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস