রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১নং খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর মৌজায় জারুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। প্রতিষ্ঠানটি খোড়াগাছ ইউনিয়ন পরিষদ খেকে দক্ষিন দিকে অবস্থিত। বিদ্যালয়টি প্রত্যান্ত গ্রাম অন্ছলে অবস্থিত।
মো: আ: হাই, মো: ওয়াহিদ, মো: গোলাম কুদ্দুস, মো: ছাদেক, মো: আ: রহিম, মো: মিয়াজন, মো: মমতাজ হোসেন, ও কতিপয় গন্যমান্য ব্যক্তি বর্গ নারী শিক্ষা বিস্তারের লক্ষে জমি, অর্থ ও শারিরীক ও মানসিক শ্রমের মাধ্যমে ০১/০১/১৯৯৩ সালে নিম্ন মাধ্যমিক জারুললাপুর বালিকা বিদ্যালয়টি যাত্রা শুরু করে। পরবর্তীতে ০১/০১/১৯৯৫ইং সালে একাডেমিক সীকৃতি লাভ করে । ১৯৯৮ সালে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয়। তদান্তীন কালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও গন্যমান্য ব্যক্তির সহযোগিতায় ২০০১সালে ৯ম শ্রেণীর পাঠদানের অনুমতি লাভ করে। এবং ২০০৪ সালে জারুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
মো: শাহিনুর আলম | 0 | shahin@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ক্রমিক নং | শ্রেণীর নাম | ছাত্র/ছাত্রীর সংখ্যা |
১ | ৬ষ্ঠ | ৫৫ |
২ | ৭ম | ৩৫ |
৩ | ৮ম | ৩০ |
৪ | ৯ম | ২৮ |
৫ | ১০ম | ৩০ |
জানব মো: হাফিজুল ইসলাম সভাপতি
জনাব মো: মন্ডল মিয়া সদস্য
জনাব মো: মিজানুর রহমান শিকষক প্রতিনিধি
জনাব মো: শাহিনুর আলম সম্পাদক
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ |
২০০৭ | ৮ | ৩ |
২০০৮ | ০৮ | ০৫ |
২০০৯ | ০৬ | ০৫ |
ছাত্রীরা সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে নিয়মিত ভাবে যোগদান করে।
বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন সহ নারী শিক্ষার বিস্তার ও সহ শিক্ষা চালু করার পরি কল্পনা আছে।
Email: zarullapurgirlshigschool@yahoo.com